যারা WAMP সার্ভার ব্যবহার করেন তারা প্রায়ই একটি সমস্যার সম্মুখীন হন। উইন্ডোজ রিস্টার্ট করার পর WAMP সার্ভার আর সয়ংক্রিয়ভাবে চালু হয় না। তখন র্স্টাট ম্যানু থেকে আবারো WAMP সার্ভার কে চালু করতে হয় । এই সমস্যার খুবই সহজ একটি সমাধান আছে ।
নিচের ধাপগুলো অনুসরণ করলে WAMP সার্ভার প্রতিবার উইন্ডোজ চালু হওয়ার সাথে সাথে সয়ংক্রিয়ভাবে আপনার পিসিতে চালু হয়ে যাবেঃ
- কন্ট্রোল প্যানেল থেকে এডমিনিস্ট্রেটিভ টুলস্ এ যান।
- সার্ভিসেস আইকনে ডাবল ক্লিক করুন।
- সার্ভিসেস উইন্ডো ওপেন হলে wampapache এবং wampmysqld সার্ভিস দুটির প্রপার্টিজ উইন্ডো থেকে Startup Type Automatic করে দিন। দুটো সার্ভিসের ক্ষেত্রে এই কাজ করতে হবে।
- OK বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।
এরপর থেকে আপনি যতবারই অপারেটিং সিস্টেম রির্স্টাট করবেন WAMP Server সয়ংক্রিয়ভাবে আপনার পিসিতে চালু হয়ে যাবে। সেই সাথে আপনি আপনার পিসির নোটিফিকেশন এরিয়াতে WAMP সার্ভার আইকন দেখতে পাবেন।
No comments:
Post a Comment