Sunday, October 30, 2011

কিভাবে আপনার আইফোনের মডেল এবং জেনারেশন নির্বাচন করবেন?

আপনি আপনার আইফোন মোবাইলের জন্য প্রায় হাজার প্রকার অ্যাপ্লিকেশন পাবেন। কাজেই এটা মাঝে মাঝে আপনাকে সমস্যায় ফেলে দিবে আপনার আইফোনের মডেলের জন্য কোন অ্যাপ্লিকেশন উপযোগী হবে। এই সকল প্রাপ্ত আপ্লিকেশনগুলোর ভিতরে কিছু কিছু ৩জি মডেলে এবং কিছু কিছু ৩জিএস মডেলে কাজ করবে। এই অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে ধারনা পাবার পরে এবং সেগুলো আপনার আইফোনের মডেলে কাজ করবে কিনা সেটা জানার পরে আপনি অ্যাপ্লিকেশনগুলোকে আপনার আইফোনে ইন্সটল করবার জন্য চেষ্টা করতে পারেন। সেটার সাথে আপনাকে ইন্সটলেশনের পদ্ধতি সম্পর্কেও জানতে হবে এবং কি কি আনুষঙ্গিক সফটওয়্যার লাগবে তাও জানতে হবে।

আইফোনের মডেল সম্পর্কে জানা খুবই সহজ একটা ব্যপার। নিচে আমি আপনাদেরকে এই সম্পর্কে কিছু টিপস দিব।

১। প্রথমে আপনার আইফোনের সেটিংস এ যান। এটা হচ্ছে প্রথম ধাপ। এই পথ অবলম্বন করুনঃ Settings>General>About>Modelএখানে আপনি আপনার আইফোনের মডেল এবং জেনারেশন দেখতে পারবেন।

২। এরপরে আপনার আইফোনের রঙ এর দিকে লক্ষ্য করুন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার আইফোনটি আসল কিনা। আপনার আইফোনটি যদি আসল হয় তাহলে এটা কাল এবং সিলভার রংয়ের দেখা যাবে। আর তা নাহয়ে যদি কাল কিংবা সাদা রঙয়ের হয় তাহলে বুঝতে হবে যে আপনার আইফোনটি ৩জি, ৩জিএস, কিংবা আইফোন ৪।

৩। আপনার আই ফোনটি যদি আসল হয় তাহলে সেটা মেটাল দিয়ে তৈরী হবে আর যদি ৩জি, ৩জিএস হয় তাহলে তাহলে সেটা প্লাস্টিক দিয়ে তৈরী হবে। নতুন আইফোন ৪ অ্যালুমিনো সিলিকেট দিয়ে তৈরী। এই ধরনের ধাতু দিয়ে তৈরী আইফোনগুলো প্লাস্টিক এর তৈরী আইফোন থেকে বেশি মজবুত এবং স্ক্যাচমুক্ত হয়।

৪। আপনার আইফোনের আকারের দিকেও লক্ষ্য করুন। আসল আইফোন সাধারনত ১১.৬ মিমি পুরু হয়। এটা আইফোন ৪ থেকে বেশি পুরু, কিন্তু আইফোন ৩জি কিংবা ৩জিএস থেকে কম পুরু হয়।

৫। আপনার আইফোনের সিরিয়াল নম্বর চেক করুন। আসল আইফোনের সিরিয়াল নম্বর আইফোনের পিছনে দেওয়া থাকে। আর ৩জি কিংবা ৩জিএস আইফোনের সিরিয়াল সিম কার্ডের ট্রেতে দেওয়া থাকে।

৬। সবশেষে আপুনার আইফোনের ফীচার লক্ষ্য করুন। প্রত্যেক মডেলের আইফোনের নিজস্ব ফীচার রয়েছে। উদাহরনস্বরূপ, একটা ৩জিএস আইফোনে ভয়েস কন্ট্রোল, কম্পাস, .০ মেগা পিক্সেলের অটো ফোকাসযুক্ত ক্যামেরা রয়েছে এবং ভয়েস রেকর্ডিং অপশন রয়েছে। ৩জি আইফোনে আপনি এই অপশনগুলো পাবেন না। আবার আইফোন ৪ এর ক্ষেত্রে একটা ৩ অক্ষ বিশিষ্ট গাইরো, একটা প্রক্সিমিটি সেন্সর এবং একটা এক্সিলারেটরোমিটার রয়েছে।


[Fig: iPhone 4]


[Fig: iPhone 3G]


No comments:

Post a Comment