Wednesday, October 26, 2011

মাইএসকিউএল এডমিনিস্ট্রেশন - ২

মাইএসকিউএল সার্ভারে কানেক্ট/ডিসকানেক্ট হওয়া

MySQL সার্ভারের সাথে কানেক্ট করতে হলে আপনাকে তিনটি শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো mysql কমান্ড চালাতে হবে, একটি ইউজারনেম দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে । যদি সার্ভার আপনি যে পিসিতে কাজ করছেন সেটা থেকে দূরবর্তী বা Remote কোন পিসি হয় তাহলে আপনাকে একটি hostname ও এর সাথে দিতে হবে। ধরে নিলাম আপনি লোকাল পিসিতে MySQL সার্ভার এ কানেক্ট করবেন। প্রথমেই Run এ টাইপ করুন cmd অথবা All Programs থেকে Accessories > Command Prompt এ ক্লিক করুন । কমান্ডপ্রম্পটে লিখুন

mysql –u root –p

লক্ষ্য করুন যে আমরা এখানে mysql কমান্ড এক্সিকিউট করাতে mysql\bin ফোল্ডারে নেভিগেট করিনি সরাসরি ইউজার এর হোম ফোল্ডার থেকেই mysql এক্সিকিউট করাতে পারছি কারণ গত পর্বে আমরা Environment Variable সেট করেছিলাম যা Command Prompt কে এই কমান্ডগুলো লোকেট করতে সাহায্য করছে । যার ফলে আমাদের কে কোন নির্দিষ্ট কোন ফোল্ডারে নেভিগেট না করেই mysql কমান্ড রান করতে পারছি।

এবার পাসওয়ার্ড দিন এবং আপনি নিচের মত স্ক্রীনে MySQL সার্ভারে কানেক্ট হবেন।


mysql> এটিকে মাইএকিউএল প্রম্পট বলা হয়। যেখান থেকে আপনি মাইএকিউএল এর বিভিন্ন কমান্ড রান করাতে পারবেন। কিছু কিছু MySQL ইন্সটলেশন Anonymous বা নামহীন ভাবে ইউজার কে MySQL সার্ভারে কানেক্ট করার সুবিধা দেয়। যেখানে আপনি শুধুমাত্র mysql লিখলেই সার্ভারে কানেক্ট হতে পারবেন।

আপনি সফলভাবে সার্ভারে কানেক্ট হতে পারলে সার্ভার থেকে বেরিয়ে যাওয়ার জন্য বা ডিসকানেক্ট করাতে টাইপ করুন QUIT অথবা \q


এই টিউটোরিয়ালের পরবর্তী যে কোন পর্বে আমরা ধরে নিব আপনি সফলভাবে সার্ভারে কানেক্টড এবং আপনার কমান্ড প্রম্পটে MySQL প্রম্পট mysql> রান করছে। এখান থেকেই আমরা আমাদের পরবর্তী কাজ শুরু করবো।

এই ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিয়মিত ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছি।

No comments:

Post a Comment