Sunday, October 30, 2011

অনলাইন ব্যাক আপ টুল হিসাবে ড্রপবক্স ব্যবহার করুন

অনলাইন ব্যাক আপ টুল হিসাবে ড্রপবক্স ব্যবহার করুন

.

কম্পিউটার এর ডাটা ব্যাক আপ রাখাটা বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। কারন প্রতিনিয়ত ভাইরাসের কারনে আমাদের কম্পিউটার এর মূল্যবান ডাটা বিনষ্ট হচ্ছে। আবার ভাইরাস ছাড়াও কম্পিউটার এর সমস্যার কারনে কম্পিউটার এর ডাটা নষ্ট হয়ে যেতে পারে। অনলাইনে ডাটা ব্যাক আপ রাখার জন্য অনেক ধরনের টুল রয়েছে। কিন্তু সব ধরনের টুল ব্যবহার করে আপনি মজা পাবেন না। অনেক ক্ষেত্রে আপনি বিরক্ত হয়ে যেতে পারেন। কারন বেশির ভাগ ক্ষেত্রে আপনাকে বারবার লগ ইন করে ম্যানুয়ালি ফাইল আপলোড করতে হবে। তবে আমি আপনাদেরকে এই পোষ্টে একটা দারুন টুলের নাম বলবো যেটা আপনাকে অনলাইনে ভাল মানের ব্যাক আপ সরবরাহ করবে। এই টুলটির নাম হচ্ছে ড্রপবক্স। অনেকে হয়তো আগে থেকেই এই টুলটির ব্যবহার জানেন। কিন্তু যারা এখনো এই টুলটির সাথে পরিচিত হননি তাদের জন্য বলছি।

এটা এমন একটা ব্যাক আপ পদ্ধতি যেখানে আপনি আপনার প্রয়োজনীয় যে কোন ফাইল (যেমন ডকুমেন্ট, ছবি, পিডিএফ, ভিডিও, অডিও ইত্যাদি) কে আপলোড করে রাখতে পারবেন। পরবর্তীতে আপনি অন্য যে কোন কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে সেটাকে ব্যবহার করতে পারবেন। কেবল এটাই নয় এটার আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটার ব্যবহার একদম সহজ।

আপনি যদি ড্রপবক্স ব্যবহার করতে চান তাহলে প্রথমে এই লিঙ্কে ক্লিক করুনঃ https://www.dropbox.com/downloading?os=win এবং সেটাকে ডাউনলোড করে নিন। এটার সাইজ প্রায় ১৭ মেগাবাইট।

ডাউনলোড করা শেষ হয়ে গেলে আপনার কম্পিউটার এর C ড্রাইভ ছাড়া অন্য কোন ড্রাইভে এটাকে ইন্সটল করে নিন। ইন্সটল হয়ে গেলে এটাকে চালু করুন এবং রেজিস্ট্রেশন করে নিন। যেই স্থানে আপনি সেটা ইন্সটল করেছেন সেখানে Dropbox নামক একটা ফোল্ডার তৈরী হবে। এই ফোল্ডারটিই হচ্ছে আপনার অনলাইনের ব্যাক আপ রাখার জায়গা। আপনি যখন এখানে কোন ফাইল রাখবেন তখন সেটি সাইলেন্ট আপলোডারের মাধ্যমে আপলোড সম্পন্ন হবে। আপনি ইচ্ছা করলে অন্য কোন বন্ধুর সাথে কিংবা অন্য কারো সাথে সেটাকে শেয়ার করতে পারবেন। রেজিস্ট্রেশন হয়ে যাবার পরে আপনাকে প্রাথমিকভাবে ২ গিগাবাইট স্পেস দেওয়া হবে। সেটাকে আপনি ইচ্ছা করলে কিছু শর্ত পূরনের মাধ্যমে বাড়িয়েও নিতে পারবেন। এই বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ভিজিট করুনঃ http://www.dropbox.com .



No comments:

Post a Comment