Wednesday, October 26, 2011

মাইএসকিউএল এডমিনিস্ট্রেশন -১

MySQL এটি একটি Relational Database Management System এটি যে কোন পিসিতে যে কোন প্লাটফরমে এক বা একাধিক ইউজার কে এক বা একাধিক ডাটাবেজ এ এক্সেস করার সুবিধা প্রদান করে সেই সাথে ডাটাবেজে থাকা ডাটাগুলোকে পরিবর্তন, পরিবর্ধন, নতুন সংযোজন ইত্যাদি কাজের সুযোগ করে দেয়। এটি একটি মুক্ত সফটওয়্যার। এটির স্রষ্টা Michael Widenius এর মেয়ের নামে এর নামকরণ করা হয় (MY)। আর SQL বলতে বোঝায় Structured Query Language । এই সফটওয়্যার কে একটি সুইডিশ কোম্পানি MySQL AB কাস্টমাইজ করে লাভজনক উদ্দেশ্যে বাজারে ছাড়ে যা পরে বিশ্বের সবচেয়ে বড় ডাটাবেজ কোম্পানী Oracle কিনে নেয়। বর্তমানে এই MySQL এর হালনাগাদ, উন্নয়ন সবই Oracle এর অধীনে হয়ে থাকে।

MySQL সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইন্টারনেট ওয়েবসাইট, ওয়েব এপ্লিকেশন ইত্যাদির জন্য। এটি সাধারণত LAMP প্যাকেজের কেন্দ্রীয় অংশ হিসাবে কাজ করে। MySQL ব্যবহার করে এরকম কয়েকটি খুব জনপ্রিয় ওয়েবসাইট হলো Facebook, Youtube, Flicker, Nokia, Google, Wikipedia ইত্যাদি।

এখানে আজ আমরা Command Prompt এর সাহায্যে MySQL এর সাথে কানেক্ট কিভাবে করতে হয়, এবং কানেক্ট করার পর এর ব্যবহার শিখব।

ধরে নিচ্ছি যে আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন এবং আপনার পিসিতে MySQL ঠিকঠাক মতো ইন্সটল করা আছে। জেনে রাখুন যে MySQL এর CLI মোডে Linkযে কমান্ডগুলো ব্যবহার হয় তা সবই WAMP, LAMP বা অন্য যে কোন প্যাকেজের MySQL এর অধীনে \bin ফোল্ডারের ভেতর থাকে। আমি আমার পিসিতে WAMP প্যাকেজ ব্যবহার করছি তাই আমার পিসির পাথ হবে C:\wamp\bin\mysql\mysql5.5.8\bin । আপনি চাইলে এই পাথ কে নিচের মত আপনার অপারেটিং সিস্টেমের Environment Variables এ যোগ করে দিতে পারেন যাতে Command Prompt সয়ংক্রিয়ভাবে \bin ফোল্ডারের সবগুলো কমান্ড কে লোকেট বা চিহ্নিত করতে পারে। Environment Variable এ পাথ যোগ করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।

আপনার ডেক্সটপে Computer আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করুন Properties এ যান। নিচের মত একটি উইন্ডো আসবে ।

এখান থেকে বাম পাশে Advanced System Settings এ ক্লিক করুন। নিচের মত আরেকটি উইন্ডো আসবে।


এখান থেকে Advance Tab এ ক্লিক করুন। নিচের দিকে Environment Variables এ ক্লিক করুন।


যে উইন্ডো আসবে তাতে Systems Variable এর অধীনে স্ক্রল করে Path ভ্যারিয়্যাবল সিলেক্ট করুন। Edit Button এ ক্লিক করুন। নিচের ছবি দেখুন।


Edit System Variable উইন্ডো আসবে যা দেখতে নিচের ছবির মত।


এখান থেকে Variable value ফিল্ডে ক্লিক করে এই লাইনের একেবারে শেষপ্রান্তে চলে যান। আপনার কিবোর্ড থেকে End কি চাপলে আপনি নিমিষেই এই লাইনের শেষ প্রান্তে পৌছে যাবেন। এবার যেখানে আপনার কার্সর আছে সেখানে একটি সেমিকোলন (;) দিন। তারপর আপনার MySQL এর \bin ফোল্ডারের পাথটি পেস্ট করে দিন। পরপর তিনটি উইন্ডোতে তিনবার OK বাটনে ক্লিক করে বের হয়ে আসুন। Variable Value পরিবর্তন করার সময় সতর্ক থাকবেন যেন অন্য কোন মান পরিবর্তিত না হয় অথবা কোন কিছু মুছে না যায়। নতুনরা একাজে অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন।

পরবর্তী পর্বে আমারা জানবো কিভাবে Command Prompt থেকে MySQL ডাটাবেজের সাথে কানেক্ট করে কাজ করতে হয়।

এই ব্লগ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। নিয়মিত ভিজিট করার আমন্ত্রন জানাচ্ছি।

No comments:

Post a Comment